আপনার বাড়িতেও যদি wifi connection থাকে তাহলে ৮০% চান্স আছে যে আপনার বাড়িতে একটি tp link এর router আছে। অনেকেই আছে যারা কখনও router configuration করেনি বা কখনও কেউ শেখায়নি। যদি এমনটা হয় তাহলে এই আর্টিকেলটি পড়ুন। এই আর্টিকেলটা আপনাদের জন্য লেখা হয়েছে। এই আর্টিকেলে আমি খুব সহজ ভাবে আপনাদের প্রতিটা বিষয়ে বোঝাবো। এই আর্টিকেলে আপনি কি কি শিখবেন তার একটু ইডিয়া দিয়েছি। যেমন –
*কিভাবে আপনি Wifi এর নাম chenge করবেন?/How to Change WIFI Network (SSID) Name?
*কিভাবে আপনি Wifi এর Password chenge করবেন?/How to change your Router’s Wi-Fi password?
*আপনার wifi network এ কত জন connect আছে কিভাবে দেখতে পারবেন?/How to See Who’s Connected to Your Wi-Fi Network?
*কিভাবে নতুন Guest Network (wifi network) add করতে পারবেন? / How to create a network for guests on the Wi-Fi Routers
১no. step
সবার প্রথমে আপনাকে, আপনার tp link এর router টা কারেন্টের বোর্ডে লাগিয়ে চালু করতে হবে। তারপর আপনাকে ১ থেকে ২ মিনিট অপেক্ষা করতে হবে। router টা on হওয়ার পর, আপনার ফোনে wifi তে গেলে আপনি tp link এর wifi signal পাবেন, সেটাকে আপনার ফোনে কানেক্ট করতে হবে। কানেক্ট করার সময় আপনার থেকে wifi পাসওয়ার্ড চাইবে, আপনি আপনার tp link router এর পেছনের দিকে দেখলে, আপনি দেখতে পাবে নন্যূনতম ৮ সংখ্যার একটি wireless password লেখা আছে। সেই password টা দিয়ে আপনাকে ফোনে cannect করতে হবে।
২no. step.
আপনি একটু ফোনটা চেক করেনিন, যে আপনার ফোনে wifi টা কানেক্ট আছে নাকি। তারপর google chrome browser টা আপনার ফোনে খুলেনিন। তারপর আপনাকে search bar গিয়ে http://192.168.0.1/ or www.tplinkwifi.net এটি লিখে search করতে হবে।
তারপর আপনার সামনে একটি login পেজ আসবে, সেখানে আপনাকে Login password set করতে বলবে। Login password set করার পর, আবার set করা password দিয়ে login করুন।
আপনি আপনার router এর পেজ এ login হয় যাবেন। ওখানে আপনাকে advanced লেখা option এ টাচ করতে হবে।
৩ no. step
আপনার router এর পেজ এ login করার পর, আপনার বাম দিকে অনেক option চলে আসবে।
এখান থেকে আপনি আপনার router এর সমস্ত কিছু configuration করতে পারবেন। যেমন wifi এর নাম change করতে পারবেন, wifi এর password change করতে পারবেন, আপনার wifi network এ কত জন connect আছে দেখতে পারবেন, নতুন Guest Network (wifi network) add করতে পারবেন, wifi speed কমানো/বাড়ানো এবং ip(Internet Protocol) বসানো আরও অনেক কিছু change করা যাই।
কিভাবে আপনি Wifi এর নাম chenge করবেন?/How to Change WIFI Network (SSID) Name?
আপনার Router এ login করার পর, বাম পশে আপনি দেখতে পাবেন Wireless লেখা আছে। ওখানে গেলে ডানপাশে দেখতে পাবেন wireless network name লেখা আছে, ওই বক্সে আপনার পছন্দ মতো নাম দিয়ে, নিচে Save লেখা জায়গায় টাচ করুন। তারপর আপনার Wifi টা ফোন থেকে disconnect হয়েযাবে আর আপনার save করা নাম দিয়ে wifi network টা দেখাবে।
কিভাবে আপনি Wifi এর Password chenge করবেন?/
How to change your Router's Wi-Fi password?
আপনার Router এ login করার পর বাম পশে আপনি দেখতে পাবেন Wireless লেখা একটি option আছে। ওখানে গেলে বামপাশে দেখতে পাবেন wireless security লেখা আছে, ওখানে গেলে দেখতে পারবেন ডানপাশে Wireless password লেখা আছে। ওই বক্সে আপনার পছন্দ মতো password দিয়ে, নিচে Save লেখা জায়গায় টাচ করুন।মনে রাখবেন password টা ৮ সংখ্যা বা তার বেশি সংখ্যা হতে হবে। তারপর আপনার Wifi টা ফোন থেকে disconnect হয়েযাবে আর নতুন password টা দিয়ে আপনার Wifi টা connect করুন।
আপনার wifi network এ কত জন connect আছে কিভাবে দেখতে পারবেন?
How to See Who’s Connected to Your Wi-Fi Network?
আপনার Router এ login করার পর বাম পশে আপনি দেখতে পাবেন Wireless লেখা একটি option আছে। ওখানে গেলে বামপাশে দেখতে পাবেন wireless statistics লেখা আছে। ওখানে গেলে আপনি দেখতে পাবেন Wireless Stations Status দেখাচ্ছে। আপনি ওখানে সমস্ত wifi connect থাকা device দেখতে পারবেন। কোন device কতটা নেট ব্যবহার করেছে সেটাও দেখতে পারবেন।
কিভাবে নতুন Guest Network (wifi network) add করতে পারবেন?
আপনার Router এ login করার পর, বাম পশে আপনি দেখতে পাবেন Guest Network লেখা একটি option আছে। ওখানে গেলে দেখতে পারবেন ডানপাশে Guest Network লেখা আছে। ওইখানে Guest Network পশে Enable option এ টাচ করুন। তারনিচে Network Name এ আপনার পছন্দ মতো নাম দিন।তারনিচে Security পশে টাচ করে WPA/WPA2 – Personal option select করুন। তারনিচে Wireless Password এ আপনার পছন্দ মতো password দিয়ে, নিচে Save লেখা জায়গায় টাচ করুন।মনে রাখবেন password টা ৮ সংখ্যা বা তার বেশি সংখ্যা হতে হবে। আর কোনো settings না chenge করলেও হবে। তারপর আপনার Guest Network (wifi network) add হয়েযাবে। আর save করা password টা দিয়ে আপনার Wifi টা connect করতে পারবেন।