সবার প্রথমে আপনার wifi network টা আপনার ফোনে connect করেনিন। তারপর tp link এর tether app টা play store বা google থেকে আপনার ফোনে install করেনিন। app টা ফোনে install হয়ে যায়ার পর app টা open করুন।
app টা open করার পর privacy policy accept করতে বলবে। তারপর আপনাকে লগইন করতে বলবে বা account তৈরী করতে বলবে। আমি ধরলাম আপনার একাউন্ট নেই বা password ভুলেগেছেন সেক্ষেত্রে একটি একাউন্ট তৈরী করতে লাগে।
account তৈরী করতে create a tp link id সিলেক্ট করুন। তারপর আপনার যেকোনো একটি e-mail id দিতে হবে। তারপর একটি password দিতে হবে, আবার same password টা দিয়ে signup করুন। তারপর আপনার e-mail এ tp link থেকে একটি link পাঠিয়েছে। ওই link টা open করলে tplink account টা activete হয়ে যাবে।
tp link tether app টা বন্ধ করে আবার open করুন। তারপর আপনাকে login করতে হবে। আপনার email id এবং save করা password টা দিয়ে।
email আর password দিয়ে login করার পর আপনার সামনে my device নামে একটা পেজ আসবে, আপনার Wifi টা যদি ফোনে connect করা থাকে তাহলে আপনারও tp link router এর model নম্বর সহ router টা দেখাবে। তারপর router এর model নাম্বার যাচাই করে select করুন। তারপর আপনার থেকে ‘router এ login করার password’ চাইবে, মনে রাখবেন ‘router login করার password’। ‘ router login করার password’ দেয়ার পর Login করুন। তারপর আপনার ফোনে tether app টা login হয়েযাবে এবং আপনি সবকিছু customizing এখান থেকে করতে পারবেন।
যেমন-
১. আপনার wifi network কতজন connect আছে তা দেখতে পারেন, তাদের block করতে পারবেন, বা unblock করতে পারেন।
২. আপনার wifi network password change করতে পারবেন।
৩. আপনার wifi network Name change করতে পারবেন।
৪. আপনি (internet protocol)IP Address setup করতে পারেন।
৫. আপনি router টা reboot বা Factory reset করতে পারেন।
৬. আপনার router এর admin login panel এর password change করতে পারবেন।
আপনার wifi network কতজন connect আছে কিভাবে দেখতে পারেন? এবং তাদের কিভাবে block বা unblock করতে পারেন?
tether app এর home পেজে আসার পর clients লেখা option এ যান, ওখানে আপনি দেখতে পাবেন কোন কোন device connect আছে। device এর ওপর টাচ করলে দেখতে পাবেন block বা unblock লেখা আছে, ওখান থেকে block বা unblock করতে পারেন।
কিভাবে আপনার wifi network এর name এবং password change করতে পারবেন?
tether app এর home পেজে আসার পর wireless লেখার নিচে আপনার wifi এর নাম দেখাবে, ওখানে টাচ করলে আপনার সামনে আরো একটা পেজ খুলে যাবে। ওখানে network name আর password দিয়া save করুন। মনে রাখবেন password টা নূন্যতম ৮ অক্ষরের হতে হবে।
আপনি কিভাবে(internet protocol)IP Address setup করতে পারেন?
tether app এর home পেজে আসার পর বাঁদিকে status লেখা option এ টাচ করতে হবে। তারপর আপনার সামনে একটা Internet connection এর পেজ আসবে। ওখান থেকে connection type select করতে হবে, যদি আপনার ONT তে ip address, subnet mask, default gateway বসানো থাকে, তাহলে আপনাকে connection type dynamic ip(DHCP ) করতে হবে। আর যদি আপনার ONT তে ip address না বসানো থাকে তাহলে connection type টা static ip করতে হবে, তারপর ip address, subnet mask, default gateway,primary dns secondary dns দিতে হবে।
কিভাবে আপনি router টা restart বা Factory reset করতে পারেন?
tether app এর home পেজে আসার পর একদম নিচে ডানপাশে Tools লেখা একটা option আছে, ওখানে টাচ করলে Tools নামে একটা পেজ খেলবে, ওখান থেকে System লেখা option এ যেতে হবে, তারপর আপনার সামনে তিনটে option আসবে ১.Reboot লেখা একটি option আসবে। Reboot option এ টাচ করলে আপনার router টা restart হয়ে যাবে। ২.factory reset লেখা একটি option আসবে।factory default লেখা option এ টাচ করলে আপনার রাউটার টা reset হয়ে যাবে। ৩. Log out করার option আসবে। tether থেকে একাউন্ট তা logout হয়ে যাবে। ৪.manage password লেখা option আসবে। manage password লেখা option এ টাচ করলে আপনার থেকে পুরোনো admin login password চাইবে, পুরোনো password দেয়ারপর নতুন password দিয়ে save করুন। আপনার admin login password change হয়ে যাবে।
আপনাকে অভিনন্দন জানাই। কারণ আপনি আপনি এখুন tp link app Tether থেকে আপনার রাউটার configuration করতে শিখেছেন। নিচে কমেন্ট করে জানান আর্টিকেলটি কেমন লাগলো আপনার। ধন্যবাদ।